মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যতে করণীয় নির্ধারণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এভিসিবি-তৃতীয় প্রকল্পের জেলা ব্যবস্থাপক কবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।এসময় উপস্থিত ছিলেন সিরাজদীখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী, কম্পিউটার অপারেটর ও ইউপি প্রশাসনিক কর্মকর্তারা।
মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম ও মামলার অগ্রগতি উপস্থাপন করেন উপজেলা সমন্বয়কারী মো. রাহিমুল করিম ও তাসলিমা খাতুন।
জেলা ব্যবস্থাপক কবির উদ্দিন গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনসেবামুখী করার বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজ বিচার প্রদানের ক্ষেত্রে গ্রাম আদালত একটি কার্যকর ব্যবস্থা।
আলোচনা শেষে হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটররা আগামী মাস থেকে মামলাগুলোতে সন্তোষজনক অগ্রগতি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। সভাটি সমন্বয় ও সহযোগিতা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শুকুর আহমেদ।