সিরাজদিখানে লতব্দী ও বালুচর ইউনিয়নে বিএনপির লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

হৃদয়,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

Date: রবিবার, নভেম্বর ০২, ২০২৫
news-banner
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে পৃথকভাবে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গোডাউন বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই দিন বেলা ১১টার দিকে বালুচর ইউনিয়নের কয়রাখোলা গ্রামে ৪নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। পরে দুপুর ১২টার দিকে বালুচর বাজারসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ ও আলোচনা সভা করেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, আমিন উদ্দিন, বালুচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল লতিফ, সদস্য সচিব আবুল হোসেনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শেখ মো. আব্দুল্লাহ বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন দেশের জনগণের জন্য ন্যায়, সুবিচার এবং জবাবদিহিতার নতুন দ্বার খুলবে। আমরা চাই, জনগণ সচেতন হোক এবং তাদের অধিকার সম্পর্কে জানুক। এজন্য উপজেলার প্রতিটি গ্রাম পর্যায়ে লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে জনগণের সাথে সরাসরি সংযোগ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকল নেতা-কর্মী এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এ রূপরেখা বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানাই।

Leave Your Comments